চোখ [অণুগল্প] | আবুল হাসনাত বাঁধন

চোখ [অণুগল্প]

চোখ [অণুগল্প] | আবুল হাসনাত বাঁধন

প্যারেড মাঠের পশ্চিম কোনায় বসে ছিলাম। মাথার ওপর পড়ন্ত বিকেলের আকাশ। শীতের শুরুতে গাছের পাতারা বিবর্ণ হতে শুরু করেছে। শীতল বাতাসে ভেসে বেড়াচ্ছে পাখির কিচিরমিচির সুর। নিজেকে অন্য এক গ্যালাক্সিতে হারিয়ে ফেলেছিলাম।

অনেক জোড়া উৎসুক চোখ তাকিয়ে আছে আমার দিকে। বিভিন্ন আকারের চোখ। এর মাঝে একজোড়া কচি চোখ, চায়ের ফ্লাস্ক আর বিস্কুটের বৈয়াম হাতে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। গুটি কয়েক চোখ বাদে, বাকি সব চোখে উপেক্ষিত হচ্ছে সেই কচি চোখদুটো। আমি খেয়াল করলাম, সেই চোখে গভীর মায়া আর জীবনযুদ্ধে টিকে থাকার আকুতি। বাতাসকে আলোড়িত করে আমার কানে এসে লাগছে, ‘এই চা! চা খাবেন চা?’ শব্দগুলো।

#আরও পড়ুন » বিবর্তন

আত্মনিমগ্ন থাকাকালীন আমার কোনো দিকে খেয়াল থাকে না। আমি শুধু নিস্পলক চোখে অন্যসব চোখকে বিশ্লেষণ করছিলাম। একজোড়া বৃদ্ধ চোখ দেখতে পেলাম। সে চোখে লজ্জা আর ঘৃণা। চোখের মণিতে একবুক কষ্ট লুকিয়ে চোখগুলো হাত বাড়িয়ে আছে দুটো টাকার জন্য। পাশ দিয়ে আরেক জোড়া চোখ হেঁটে চলে যায়। আমার কান, ‘বাদাম-বুট! বাদাম-বুট!’ শব্দটা সংরক্ষণ করে রাখে।

একটু একটু করে বিকেল গড়াতে থাকে সন্ধ্যার দিকে। হয়তো খুব দ্রুত। আমি শিশিরের অস্তিত্ব টের পেতে থাকি। চোখের সংখ্যা ধীরে ধীরে কমছে। হঠাৎ একজোড়া চোখে আমার চোখ আঁটকে যায়। গাঢ় কালো রংয়ের বোরখা আর আসমানী রংয়ের হিজাব। হিজাবের ওপর খয়েরি রংয়ের ওড়না জড়ানো। এর ফাঁকে একজোড়া টানা টানা চোখ। যে চোখের মোহে পড়লে, আগুনে ঝাঁপ দিতে দ্বিধাবোধ করবে না কেউ!

অন্য চোখগুলো তার বক্ষ, উরু, নিতম্বে আবদ্ধ। শুধু আমার চোখই পুরোপুরি হারিয়ে আছে তার মায়াবী চোখজোড়ায়। আরে, এ যে আমার বহু প্রতীক্ষিত চোখ! আমি ধীরে ধীরে অন্য ভুবনে বিচরণ করতে থাকি। যেখানে শুধুই সবুজ অরণ্যের পর অরণ্য। সবুজের বুক চিরে একজোড়া মায়াবী চোখ জেগে আছে। যে চোখে শুধুই আমার চোখের অধিকার।

ধীরে ধীরে চোখদুটো আমার কাছে আসতে থাকে। কাছে, আরও কাছে…! আমি সেই চোখের মাঝে পরিষ্কার আকাশ আর কয়েকটা তারা দেখতে পেলাম। চোখদুটো আস্তে আস্তে সন্ধ্যার আঁধারে মিলিয়ে গেল। কিন্তু আমার হৃদয়ে ঠিকই চোখজোড়া গেঁথে গিয়েছিল। আর হারায়নি।

#আরও পড়ুন » যে কুয়াশা, সকাল এনেছিল!

শীতের দিনে রাত বেশ দীর্ঘ হয়। আজকাল আমি লেপের নিচে রাত জাগি। নিবিড় কালো আঁধারময় ঘরে চোখজোড়া খুঁজে পাই। জানালার কাচে ভোরের আলো এসে পড়া পর্যন্ত চোখদুটো আমার আশেপাশে ঘুরাঘুরি করে। প্রভাতের প্রথম আলো আসতেই আমি দেখি— সেই চোখজোড়া শীতল হাওয়ার মতো এসে আমার চোখে ঢুকে যাচ্ছে। একসময় চোখগুলোতে হারিয়ে গিয়ে আমার অস্তিত্ব বিলীন হয়ে যায়। বাইরে কয়েকটা কাক একসাথে কা কা করে ডেকে ওঠে।

অণুগল্প: চোখ

লেখক: আবুল হাসনাত বাঁধন

রচনাকাল: ০১/০১/২০১৬

স্থান: পাথরঘাটা, চট্টগ্রাম।

প্রথম প্রকাশ: অমর একুশে বইমেলা ২০১৬ তে ‘গল্প শহরে’ যৌথ গল্প সংকলন এ প্রথম প্রকাশিত।

প্রিয় পাঠক, ‘চোখ’ – গল্পটি ভালো লাগলে পরিচিত বন্ধুদের কাছে শেয়ার করুন। আবুল হাসনাত বাঁধন এর লেখা ‘চোখ’ এর মতন আরও নতুন নতুন গল্প পড়তে চাইলে এই ব্লগে যুক্ত থাকুন।

Share With Love:

মন্তব্য করুন:

Scroll to Top