ফাইভারে কীভাবে অপটিমাইজ গিগ তৈরি করবেন?

ফাইভারে কীভাবে অপটিমাইজ গিগ তৈরি করবেন?

আজকের টিউটোরিয়ালে আমরা যে জিনিসটা শিখব তা হলো— কীভাবে আমরা একটি এসইও ফ্রেন্ডলি ফাইভার গিগ তৈরি করতে পারি বা ফাইভারে কীভাবে অপটিমাইজ গিগ তৈরি করবেন। আপনারা অবশ্যই জানেন যে, ফাইভারে একটি অপটিমাইজ গিগের গুরুত্ব কতটা! একটি গিগ যতটা অপটিমাইজ হবে আপনার অর্ডার পাওয়ার সম্ভাবনা ততটা বেশি হবে। তাই অপটিমাইজ ফাইভার গিগ তৈরি করতে হলে আমাদের যেই জিনিসগুলো করতে হবে ওটাই আমি আজকে আপনাদেরকে জানাবো। তো, দেরি না করে চলুন সরাসরি টিউটোরিয়ালে চলে যাই।

ফাইভার গিগ কী?

ফাইভারে গিগ অপটিমাইজ করার টিউটোরিয়ালে যাওয়ার আগে আপনাদের ছোটো করে বুঝিয়ে দিচ্ছি যে ফাইভার গিগ কী! ফাইভার গিগ হলো— একটি নির্দিষ্ট কাজ যা একজন ফ্রিল্যান্সার ফাইভার প্ল্যাটফর্মে অফার করে। এক কথায়, ফাইভার যদি দোকান হয় তাহলে গিগ হবে পণ্য। বায়াররা আসবে এবং যে গিগটি ভালো মনে করবে সেই গিগ টি অর্ডার করবে। গিগের মাধ্যমে ফ্রিল্যান্সাররা কোনো সার্ভিস প্রোভাইড করে থাকে। উদাহরণস্বরূপ— কেউ গ্রাফিক ডিজাইনের জন্য, কেউ লেখালেখির জন্য কিংবা সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট কাজের জন্য একটি ফাইভার গিগ তৈরি করতে পারে। বায়াররা ফাইভার প্ল্যাটফর্ম ইউস করে ফ্রিল্যান্সারদের দক্ষতার ভিত্তিতে তাদের নির্দিষ্ট কাজগুলো সম্পূর্ণ করতে ফ্রিল্যান্সারদের নিয়োগ করে।

#আরও পড়ুন » ইউটিউব চ্যানেল গ্রো করার টিপস!

ফাইভারে কীভাবে অপটিমাইজ গিগ তৈরি করবেন?

ফাইভারে কীভাবে অপটিমাইজ গিগ তৈরি করবেন তার জন্য আমরা সর্বপ্রথম ফাইভার ড্যাশবোর্ডে চলে যাব। ফাইভার থেকে আপনাদের আমি প্র্যাকটিক্যালি দেখাব। আপনারা জানেন যে, ফাইভার গিগ ক্রিয়েট করতে হলে আমাদের ৬ টি স্টেপ পূরণ করতে হয়। সেগুলো হলো:

  • ওভারভিউ
  • প্রাইসিং
  • ডেসক্রিপশন এন্ড এফএকিউ
  • রিকোয়ারমেন্টস
  • গ্যালারি
  • পাবলিশ

এসইও ফ্রেন্ডলি ফাইভার গিগ তৈরি করার জন্য আমাদেরকে ২টা স্টেপে বেশি নজর দিতে হবে। ওই ২টি হচ্ছে:

  1. ওভারভিউ এবং
  2. ডেসক্রিপশন এন্ড এফএকিউ।

ওভারভিউ

ওভারভিউ পার্টটাতে আমি যদি বলি সর্বপ্রথম আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো আমাদের যে সার্চ ট্যাগগুলো আছে, কিওয়ার্ডসগুলো আছে সেগুলো আমরা আমাদের গিগের টাইটেলে বসিয়ে দেবো। যেমনটা আপনি দেখতে পাচ্ছেন— আমি এখানে লিড জেনারেশন নিয়ে একটা গিগ তৈরি করতে চাচ্ছি। এখানে দেখেন: b2b, lead generation, linkedin এগুলো হচ্ছে আমার সার্চ ট্যাগ। এগুলোর মাধ্যমে বায়াররা আমার গিগটিকে সার্চ করে পাবে।

⏩ Read More Post On Tune Of Life!

আমি আমার গিগটাকে অপটিমাইজ করার জন্য আমার গিগ টাইটেল এ সার্চ ট্যাগগুলো বসিয়ে দিয়েছি। আপনারা যে কাজটি করবেন আপনারা যে সার্ভিস প্রোভাইড করার জন্য গিগ তৈরি করবেন সেটাতে সার্চ ট্যাগগুলো টাইটেলে বসিয়ে দেবেন। তারপর আমাদের ডেসক্রিপশনকে অপ্টিমাইজ করতে হবে। এজন্য চলে যাব ডেসক্রিপশনে।

ডেসক্রিপশন

ডেসক্রিপশন চলে আসার পরে আমাদের যে কাজটা করতে হবে তা হলো— আমাদের যে কিওয়ার্ডগুলো আছে এগুলোকে গিগের ডেসক্রিপশনে রাখতে হবে। যেমনটা আমিও রেখেছি দেখতে পারেন। এর পাশাপাশি আমাদের যে কাজটা করতে হবে আমরা তো আমাদের সার্চ ট্যাগগুলো এখানে অ্যাড করবই, পাশাপাশি এলএসআই কিওয়ার্ড গুলো আমাদেরকে গিগের ডেসক্রিপশনে অ্যাড করতে হবে।

আর বাকি যে আমাদের পার্টগুলো আছে; যেমন: প্রাইসিং, রিকোয়ারমেন্ট, গ্যালারি এবং পাবলিশ সেগুলো আপনারা  যে সার্ভিস প্রোভাইড করবেন সেই অনুযায়ী ফিলাপ করে ফেলবেন।

একটি এসইও ফ্রেন্ডলি বা পারফেক্ট ফাইভার গিগ তৈরি করার জন্য আমাদেরকে এই জিনিসগুলো অবশ্যই মানতে হবে। আশা করছি, আপনারা যদি এই জিনিসগুলো মেইনটেইন করতে পারেন বা ফলো করতে পারেন আপনাদেরকে একটি এসইও ফ্রেন্ডলি গিগ হিসেবে আপনার গিগটি ফাইভারে কাউন্ট হবে এবং খুব সহজেই হয়তোবা গিগ র‍্যাংক করবে। মানে প্রথম পেজেই থাকবে। আর আপনারা তো জানেনই প্রথম পেজে একটি গিগ থাকাটা একজন ফ্রিল্যান্সারের জন্য কতটা জরুরি। কথাটা এমন নয় যে, ২য় বা ৩য় পেজে আপনার গিগ থাকলে আপনি কাজের অর্ডার পাবেন না। সেখানে থাকলেও পাবেন তবে তুলনামূলক ভাবে কম পাবেন। বায়াররা ১ম পেজের গিগগুলোতেই বেশি অর্ডার দিয়ে থাকে।

#আরও পড়ুন » ডিজিটাল মার্কেটিং কী – ডিজিটাল মার্কেটিং থেকে আয়!

ফাইভারে সর্বনিম্ন কত ডলারের কাজের অর্ডার পাওয়া যায়?

ফাইভারে বিভিন্ন ধরনের কাজ পাওয়া যায়। ফাইভারে যেমন সহজ কাজও আছে ঠিক তেমনি কঠিন কাজও আছে। আর কঠিন কাজে প্রাইজটা একটু বেশি হবে এটা সবারই জানা। তবে যদি আমি বলি ফাইভারে সর্বনিম্ন ৫ ডলারের কাজের অর্ডারও পাওয়া যায়। ৫ ডলারের নিচে কোনো কাজ নেই। ৫ ডলার থেকে শুরু করে আপনি ১০০, ২০০ কিংবা ৫০০ ডলারের কাজও দেখতে পারবেন।

Fiverr এ কী কী কাজ পাওয়া যায়?

ফাইভারে অনেক রকমের কাজ পাওয়া যায়। তবে সেই কাজের মধ্যে অন্যতম কিছু কাজের লিস্ট দিচ্ছি—

  • ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট
  • ভিডিও ইডিটিং
  • কন্টেন্ট রাইটিং
  • ডিজিটাল মার্কেটিং
  • এসইও অপটিমাইজ
  • প্রোগ্রামিং
  • গ্রাফিক্স ডিজাইন
  • ট্রান্সলেশন
  • ট্রান্সক্রিপশন 

এইসব কাজগুলো ফাইভারে বেশি পরিমাণে রয়েছে এবং এইসব কাজের চাহিদাও অনেক বেশি। যেমন চাহিদা বেশি ঠিক তেমনি এই কাজগুলো ফাইভারে আপনি অসংখ্য পাবেন। তবে এইসব কাজের বাইরেও কাজ আছে ফাইভারে।

#আরও পড়ুন » টেকনিক্যাল বনাম অনপেইজ এসইও!

আশা করি, আপনাদের ফাইভারে কীভাবে অপটিমাইজ গিগ তৈরি করবেন আর্টিকেলটি ভালো লেগেছে। গিগ অপটিমাইজ বাদেও বেশ কিছু কথা বলেছি যাতে ফাইভার সম্পর্কে আপনার একটি ক্লিয়ার ধারণা হয়। যদি ভালো লেগে থাকে অবশ্যই আর্টিকেলটি আপনাদের ফ্যামিলি ও বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। এরকম নিত্য প্রয়োজনীয় টিপস এন্ড টিউটোরিয়াল গুলো যদি রেগুলার পেতে চান তাহলে ভিজিট করতে পারেন আমাদের ব্লগ— স্মার্ট টেক বিডি

⏩ ডিসক্লেইমার: এটি একটি স্পন্সরড গেস্ট পোস্ট। ফলে এই কন্টেন্টে বর্ণিত সকল তথ্যসহ পুরো কন্টেন্টের দায়ভার স্মার্ট টেক বিডির। এই কন্টেন্টের কোনো বিষয়ে আমাদের সাইট [Badhon.xyz] কোনোপ্রকার দায়ী থাকবে না। গেস্ট পোস্টের জন্য যোগাযোগ করতে পারেন— ফেসবুকে । ধন্যবাদ। 

Share With Love:

মন্তব্য করুন: