১৫ হাজার টাকা বাজেটে সেরা ৩টি স্মার্টফোন!

১৫ হাজার টাকা বাজেটে সেরা ৩টি স্মার্টফোন!

#১৫ হাজার টাকা বাজেটে ৩টি স্মার্টফোন: আমাদের মধ্যে অনেকেই আছেন যারা নতুন স্মার্টফোন কিনতে চাচ্ছেন অথবা অল্পদিনের মধ্যে কেনার প্ল্যান করেছেন! কিন্তু বাজারে এত এত ব্র্যান্ডের এত এত স্মার্টফোনের মধ্যে কোনটা নেবেন, সেটা নিয়ে সন্দিহান! আবার ফোনটা অবশ্যই বাজেটের মধ্যেও হওয়া চাই! বর্তমান বাজারে ১৪-১৫ হাজার টাকার মধ্যে অনেকে ভালো ভালো হাই পারফর্ম্যান্স ফোন পাওয়া যাচ্ছে! তো, আপনার বাজেট যদি সর্বোচ্চ ১৫ হাজার টাকা হয়ে থাকে, তাহলে আপনি সঠিক জায়গাতেই এসেছেন! আজকের পোস্টটা আপনার জন্যই! আজকের পোস্টে আমরা- ১৫ হাজার টাকা বাজেটে বর্তমান বাজারের সেরা ৩টি স্মার্টফোন সম্পর্কে জানব! আশা করি, এই পোস্ট পড়ার পর আপনাদের সিদ্ধান্ত নিতে সুবিধা হবে! তো, বেশি কথা না বাড়িয়ে, চলুন শুরু করা যাক!

১৫ হাজার টাকা বাজেটে সেরা ৩টি স্মার্টফোন:

১। রিয়েলমি সি২৫এস [Realme C25s]:

গত জুন মাসেই রিয়েলমি ব্র্যান্ড বাজারে এনেছে এই অলরাউন্ডার ফোনটি। আমার ব্যক্তিগতভাবে খুবই পছন্দ এই ফোন! আগামি মাসেই হয়তো এটা কিনে নেবো আমি! এই ফোনটিকে আমি অলরাউন্ডার ফোন বলি কারণ, এটার প্রসেসর ভালো হওয়ার পারফর্ম্যান্সও অসাধারণ [গেম খেলে মজা পাবেন], আবার ক্যামেরার কোয়ালিটিও জোস! তাই গেমার, ফটোগ্রাফার সবারই পছন্দ হবে ফোনটা! চলতি মাসে ফোন কিনতে চাইলে, আপনার জন্য বেস্ট চয়েজ হবে এটা! চলুন, ফোনটার ফুল স্পেসিফিকেশন দেখা যাক!

⏩ আরও পড়ুন: কম দামে ভালো রিয়েলমি ফোন ২০২২!

স্পেসিফিকেশন:
সফটওয়্যার: আন্ড্রোয়েড ১১ [ওএস] , রিয়েলমি ইউআই ২.০
ওজন: ২০৯ গ্রাম
স্ক্রিন: ৬.৫ ইঞ্চি আইপিএস এলসিডি
বডি: গ্লাস [ফ্রন্ট], প্লাস্টিক [ব্যাক ও ফ্রেইম]
মেমোরি: ৫১২ জিবি [এক্সপেন্ড্যাবল] | ৪ জিবি [র‍্যাম] + ৬৪ জিবি [রম], ৪ জিবি [র‍্যাম] + ১২৮ জিবি [রম]
প্রসেসর: ৮ কোর | মিডিয়াটেক হেলিও জি৮৫ | সিপিইউ- অক্টাকোর | জিপিও- মালি জি৫২ এমসি২
ক্যামেরা: ৪৮ + ২ + ২ মেগা পিক্সেল ট্রিপল ক্যামেরা [ব্যাক / প্রাইমারি] | ৮ মেগা পিক্সেল [ফ্রন্ট / সেকেন্ডারি]
ব্যাটারি: ৬০০০ এমএএইচ (non-removable)
ফাস্ট চার্জিং: আছে [18W]
ইউএসবি: ইউএসবি টাইপ সি ২.০, ইউএসবি অন-দ্যা-গো
জিপিএস: আছে
ওয়াইফাই: ওয়াইফাই ৮০২, ডুয়েল ব্যান্ড, ওয়াইফাই ডিরেক্ট, হটস্পট
ইন্টারনেট: ৪জি / এলটিই
ব্লুতুথ: ৫.০, এ২ডিপি, এলই
ফিঙ্গারপ্রিন্ট সেন্সর: আছে
সিম: ডুয়েল সিম [ন্যানো]
প্রাইস: ৪ জিবি + ৬৪ জিবি ভ্যারিয়েন্ট – ১৪৪৯০ টাকা | ৪ জিবি + ১২৮ জিবি ভ্যারিয়েন্ট – ১৫৪৯০ টাকা

#আরও পড়ুন » সেরা ৪টি ভিডিয়ো ইডিটিং অ্যাপ্লিকেশন!

২। টেকনো স্পার্ক ৭ প্রো [Tecno Spark 7 Pro]:

চাইনিজ মোবাইল ফোন ব্র্যান্ড টেকনোর খুবই ট্রেন্ডিং প্রোডাক্ট হলো গত এপ্রিলে লঞ্চ হওয়া টেকনো স্পার্ক ৭ প্রো ফোনটি! এটি অবশ্য বাংলাদেশে এসেছে মে মাসে! এর ৩টা ভ্যারিয়েন্টের মধ্যে ২টা বর্তমানে এভেইলেবল! গেমিং পারফর্ম্যান্স আর ক্যামেরা কোয়ালিটি অনেকটাই রিয়েলমি সি২৫এস এর সমান সমান! তবে একটুখানি পিছিয়ে তো থাকবেই! দামের দিক দিয়ে অন্য ফোনের চেয়ে বেশ কম! ১৫ টাকা বাজেটের মধ্যে আপনি গেমিং ও ক্যামেরার জন্য টেকনো স্পার্ক ৭ প্রো এর- ৬ জিবি + ৬৪ জিবি ভ্যারিয়েন্টটা ট্রাই করে দেখতে পারেন! চলুন, এই ফোনটার সম্পূর্ণ স্পেসিফিকেশন দেখা যাক!

স্পেসিফিকেশন:
সফটওয়্যার: আন্ড্রোয়েড ১১ [ওএস] , এইচআইওস ৭.৫
ওজন: ১৯৩ গ্রাম
স্ক্রিন: ৬.৬ ইঞ্চি আইপিএস এলসিডি
বডি: গ্লাস [ফ্রন্ট], প্লাস্টিক [ব্যাক ও ফ্রেইম]
মেমোরি: ৫১২ জিবি [এক্সপেন্ড্যাবল] | ৪ জিবি [র‍্যাম] + ৬৪ জিবি [রম], ৬ জিবি [র‍্যাম] + ৬৪ জিবি [রম], ৪ জিবি [র‍্যাম] + ১২৮ জিবি [রম]
প্রসেসর: ৮ কোর | মিডিয়াটেক হেলিও জি৮০ | সিপিইউ- অক্টাকোর | জিপিও- মালি জি৫২ এমসি২
ক্যামেরা: ৪৮ মেগা পিক্সেল ট্রিপল ক্যামেরা [ব্যাক / প্রাইমারি] | ৮ মেগা পিক্সেল [ফ্রন্ট / সেকেন্ডারি]
ব্যাটারি: ৫০০০ এমএএইচ (non-removable)
ফাস্ট চার্জিং: আছে [10W]
ইউএসবি: মাইক্রোইউএসবি ২.০, ইউএসবি অন-দ্যা-গো
জিপিএস: আছে
ওয়াইফাই: ওয়াইফাই ৮০২, হটস্পট
ইন্টারনেট: ৪জি
ব্লুতুথ: আছে
ফিঙ্গারপ্রিন্ট সেন্সর: আছে
সিম: ডুয়েল সিম [ন্যানো]
প্রাইস: ৪ জিবি + ৬৪ জিবি ভ্যারিয়েন্ট – ১৩৪৯০ টাকা | ৬ জিবি + ৬৪ জিবি ভ্যারিয়েন্ট – ১৪৯৯০ টাকা | ৪ জিবি + ১২৮ জিবি ভ্যারিয়েন্ট – এখনো বাংলাদেশে আসেনি।

#আরও পড়ুন » টেকনিক্যাল বনাম অনপেইজ এসইও!

৩। শাওমি পোকো এম৩ [Xiaomi Poco M3]:

চাইনিজ মোবাইল ফোন ব্র্যান্ড শাওমি এখন স্মার্টফোন বাজারের র‍্যাংকে ২য় অবস্থানে রয়েছে! তো, শাওমির পোকো এম৩ মডেলের ফোনটি খানিটা পুরোনো হলেও বর্তমান বাজারে বেশ জনপ্রিয়! ফোনটি বাংলাদেশে প্রথম লঞ্চ হয়, গত বছরের ডিসেম্বর মাসে! এর দুইটি ভ্যারিয়েন্ট বর্তমানে পাওয়া যাচ্ছে! পোকা এম৩ ফোনটির স্পেসিফিকেশন অনেকটাই ওপরের দুটোর মতো! তবে শাওমি ফোনের দাম টেকনো আর রিয়েলমি থেকে কিছুটা বেশিই! আর পোকো এম৩ এর প্রসেসরে স্ন্যাপড্রাগন চিপসেট ইউজ করায়, পারফর্ম্যান্সে হয়তো সামান্য বেটার রেজাল্ট পাওয়া যেতে পারে! আপনি শাওমি ফ্যান হয়ে থাকলে, ১৫ হাজার টাকার মধ্যে এই ফোনটাও দেখতে পারেন! ফোনটির ফুল স্পেসিফিকেশন দেখা যাক!

স্পেসিফিকেশন:
সফটওয়্যার: আন্ড্রোয়েড ১০ [ওএস], শাওমি ইউআই ১২ [বি. দ্র: শীঘ্রই অ্যান্ড্রোয়েড ১১ এ আপডেট করা হবে।]
ওজন: ১৯৮ গ্রাম
স্ক্রিন: ৬.৫৩ ইঞ্চি আইপিএস এলসিডি
বডি: গ্লাস – গরিলা প্লাস ৩ [ফ্রন্ট], প্লাস্টিক [ব্যাক ও ফ্রেইম]
মেমোরি: ৫১২ জিবি [এক্সপেন্ড্যাবল] | ৪ জিবি [র‍্যাম] + ৬৪ জিবি [রম], ৪ জিবি [র‍্যাম] + ১২৮ জিবি [রম]
প্রসেসর: ৮ কোর | কোয়ালকম এসএম৬১১৫ স্ন্যাপড্রাগন ৬৬২ | সিপিইউ- অক্টাকোর | জিপিও- অ্যাড্রিনো ৬১০
ক্যামেরা: ৪৮ + ২ + ২ মেগা পিক্সেল ট্রিপল ক্যামেরা [ব্যাক / প্রাইমারি] | ৮ মেগা পিক্সেল [ফ্রন্ট / সেকেন্ডারি]
ব্যাটারি: ৬০০০ এমএএইচ (non-removable)
ফাস্ট চার্জিং: আছে [18W]
ইউএসবি: ইউএসবি টাইপ সি ২.০, ইউএসবি অন-দ্যা-গো
জিপিএস: আছে
ওয়াইফাই: ওয়াইফাই ৮০২, ডুয়েল ব্যান্ড, ওয়াইফাই ডিরেক্ট, হটস্পট
ইন্টারনেট: জিএসএম / এইচএসপিএ / এলটিই
ব্লুতুথ: ৫.০, এ২ডিপি, এলই
ফিঙ্গারপ্রিন্ট সেন্সর: আছে
সিম: ডুয়েল সিম [ন্যানো]
প্রাইস: ৪ জিবি + ৬৪ জিবি ভ্যারিয়েন্ট – ১৪৯৯৯ টাকা | ৪ জিবি + ১২৮ জিবি ভ্যারিয়েন্ট – ১৬৪৯০ টাকা

⏩ Read More Post On Tune Of Life!

*****

প্রিয় পাঠক, এই ছিল ১৫ হাজার টাকা বাজেটে সেরা ৩টি স্মার্টফোন এর বিস্তারিত! আপনারা এর মধ্যে থেকে ১৫ হাজার টাকা বাজেটে যেকোনো একটা কিনতে পারেন! তবে আমার ব্যক্তিগত মতামত, রিয়েলমি সি২৫এস-ই বেস্ট হবে! পোস্টটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন! মোবাইল নিয়ে কারও কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন! ধন্যবাদ।

Share With Love:

মন্তব্য করুন: